বগুড়ায় মহিলা কলেজের সামনে পড়ে ছিল নৈশ প্রহরীর লাশ

লাশ
প্রতীকী ছবি

বগুড়ার বিসিক শিল্পনগরীর প্রায় এক কিলোমিটার দূরে সুবিল খালসংলগ্ন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনের সড়কে পড়ে ছিল এক নৈশ প্রহরীর লাশ। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

লাশ উদ্ধার হওয়া নৈশ প্রহরীর নাম আলাউদ্দিন আলী (৭০)। তাঁর বাড়ি বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া উটের মোড় এলাকায়। তিনি বগুড়া বিসিক শিল্পনগরীর প্রধান ফটকে নৈশ প্রহরী হিসেবে কর্তব্যরত ছিলেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার রাতের পালার দায়িত্ব পালন করতে বাড়ি থেকে বের হন আলাউদ্দিন। পরে আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর লাশ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনের সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোরে বিসিক শিল্পনগরী এলাকা থেকে আলাউদ্দিন বাড়ি ফিরছিলেন। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে সাতমাথা-মাটিডালি সড়কে (পুরাতন রংপুর সড়কে) কোনো যানবাহনের চাপায় তিনি মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।