বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ব্যাটারিচালিত রিকশা, আহত ৩

দুর্ঘটনা কবলিত বাস ও রিকশা। আজ বেলা ১১টার দিকেছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে একটি ব্যাটারিচালিত রিকশা। এ সময় ওই রিকশার চালক এবং দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার জাহাঙ্গীর আলম (২২), মো. ইমরান (২০) ও মো. মোরশেদ (৩৫)। তাঁদের মধ্যে জাহাঙ্গীর রিকশার চালক এবং অন্য দুজন যাত্রী। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূরবী পরিবহনের একটি বাস চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। দেওয়ানহাট মোড় এলাকায় পৌঁছানোর পর বাসটি একটি ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং রিকশায় থাকা চালকসহ তিন ব্যক্তি আহত হন। প্রথমে তাঁদের স্থানীয় দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ১৩ মার্চ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে দ্রুতগামী একটি বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই স্কুলশিক্ষার্থী ভাই-বোন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দোহাজারীতে মহাসড়ক অবরোধ করে।