বিশৃঙ্খলায় জড়িত থাকলে আজীবনের জন্য বহিষ্কার, সিলেট বিএনপির সিদ্ধান্ত
দেশের চলমান পরিস্থিতিতে সরকারি-বেসরকারি স্থাপনা ও মানুষের জানমালের ক্ষতিসাধনে কোনো ধরনের বিশৃঙ্খলায় দলের নেতা-কর্মীদের জড়িত থাকার প্রমাণ পেলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এ ছাড়া ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন নেতারা।
আজ বুধবার বিকেলে নগরের কুমারপাড়া এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় বিএনপি নেতারা এমন সিদ্ধান্তের কথা জানান।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। এ সময় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে অর্জিত বিজয়কে নস্যাৎ করার জন্য দুর্বৃত্তরা সিলেট নগরের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, মানুষের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এর সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।
সভা শেষে রাত সাড়ে আটটার দিকে আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে সিলেটে হামলা-ভাঙচুরের যে ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়। যারা এসব করেছে, তারা দুর্বৃত্ত। বিএনপি কিংবা সহযোগী সংগঠনের কেউ এতে জড়িত নন। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলেই সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।