পার্ক করে গেলেন বাড়িতে, খবর পেয়ে এসে দেখলেন ট্রাকে আগুন জ্বলছে
বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এসে পানি ছিটিয়ে আগুন নেভান।
ট্রাকটির মালিক মো. করিম বলেন, গতকাল রাতে ঘোড়াধাপ বন্দরে ট্রাক পার্কিং করে বাড়িতে ঘুমাতে যান। গভীর রাতে খবর পেয়ে এসে দেখেন ট্রাকে দাউদাউ করে আগুন জ্বলছে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পানি ছিটিয়ে আগুন নেভানো হয়। আগুনে ট্রাকের কেবিন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বৃত্তরা গাড়িতে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার মণ্ডল বলেন, রাতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।