উল্লাপাড়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার দবিরগঞ্জ বাজারের পাশে সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার শাহিকোলা গ্রামের সেরু খানের ছেলে ঠান্ডু মিয়া (৪৫) ও একই গ্রামের আতাহার আলী প্রামাণিকের ছেলে আবদুস সামাদ প্রামাণিক (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল পাঁচটার দিকে রাজশাহী থেকে ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। উল্লাপাড়ার সলঙ্গা হাট থেকে গরু বোঝাই করে একটি পিকআপ ভ্যান রাজশাহী যাওয়ার পথে উপজেলার দবিরগঞ্জ বাজারের পাশে ওই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। হতাহত ব্যক্তিদের সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। বাসের কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে।