চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে রামবিলাস চৌধুরীকে ৭ বছর ও কলাবতী চৌধুরীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার গৌরীমারী ধুমবালু কলোনির রামবিলাস চৌধুরী (৫৫) ও তাঁর স্ত্রী কলাবতী চৌধুরী (৪৫)।
অস্ত্র মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত সরকারি কৌঁসুলি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ৬ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের ময়ামারি গ্রামে অভিযান চালিয়ে রামবিলাস চৌধুরী ও কলাবতী চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব। তখন কলাবতী চৌধুরীর কাছে থাকা ব্যাগ থেকে একটি বিদেশি অস্ত্র, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বাদী হয়ে অস্ত্র আইনে ভোলাহাট থানায় একটি মামলা করেন।