স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্ত্রীর
স্বামী আবদুল কাদের (৫৫) মোটরসাইকেল চলাচ্ছিলেন। তাঁর পেছনে বসে ছিলেন স্ত্রী আয়েশা বেগম (৪৮)। মোটরসাইকেলটি সড়কের গর্তে পড়লে সড়কে ছিটকে পড়েন আয়েশা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার রাতে নাটোরের সিংড়া উপজেলার সিংড়া-বামিহাল আঞ্চলিক সড়কের বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আয়েশা বেগম সিংড়ার পিপুলশন গ্রামের আবদুল কাদেরের স্ত্রী। কাদের উপজেলার ডাহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে কাদের তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে সিংড়া শহর থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। সিংড়া-বামিহাল আঞ্চলিক সড়কের বিনগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি সড়কের গর্তে পড়ে।
এ সময় কাদেরের স্ত্রী পেছন থেকে সড়কে ছিটকে পড়ে যান। তাৎক্ষণিক মোটরসাইকেল থামিয়ে পথচারীদের সহযোগিতায় কাদের তাঁর স্ত্রীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক জানান, পথেই আয়েশা মারা গেছেন।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মইনুল হক বলেন, আয়েশা বেগম হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন। মোটরসাইকেল থেকে পড়ে তিনি হয়তো মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিক বলেন, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তাই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।