হাটহাজারীতে রেস্টুরেন্টে আগুন, পুড়ে গেছে ক্যাশবাক্সে থাকা পাঁচ লাখ টাকা

চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে পুড়ে যাওয়া রেস্টুরেন্ট। আজ সকালে পৌরসভার বাসস্ট্যান্ডেছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে একটি রেস্টুরেন্ট আগুনে পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরের পৌরসভার বাসস্ট্যান্ডে আল জামান রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। আগুনে রেস্টুরেন্টের ক্যাশবাক্সে থাকা পাঁচ লাখ টাকা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে টাকা ছাড়া অন্তত দুই কোটি টাকার আসবাব ও মালামাল পুড়ে গেছে বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দাবি করেছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, আজ ভোরে ইদ্রিস-আব্দুল আলী টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত আল জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের প্রতিষ্ঠানটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে হাটহাজারী ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে রেস্টুরেন্ট পুড়ে যায়।

আল জামান রেস্টুরেন্টের মালিক মো. কামাল উদ্দিন ও মো. হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁদের কমপক্ষে দুই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ক্যাশবাক্সে থাকা তাঁদের পাঁচ লাখ টাকা পুড়ে গেছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, আল জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। জরুরি সেবা নম্বর–৯৯৯ থেকে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।