বৈরী আবহাওয়ায় ঢাকা থেকে ছয়টি নৌপথে নৌযান চলাচল বন্ধ

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে উপকূলীয় অঞ্চলের ছয়টি নৌপথে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া ও সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, ঢাকা থেকে খেপুপাড়া, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে রাঙ্গাবালী ও ঢাকা থেকে মনপুরা উপকূলীয় অঞ্চলের নৌপথে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দর কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ বলেন, বৈরী আবহাওয়ায় যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে উপকূলীয় অঞ্চলের হাতিয়া, বেতুয়া, খেপুপাড়া, চরমোন্তাজ, রাঙ্গাবালী ও মনপুরা নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে তিনি জানান।