দিনাজপুরের ফুলবাড়ীতে মা-মেয়ের লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

লাশ
প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বসতঘর থেকে এক গৃহবধূ ও তাঁর শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুজন হলেন তেলীপাড়া গ্রামের মহররম হোসেনের স্ত্রী লাকি আক্তার (৩২) ও শিশুকন্যা মরিয়ম বেগম (৮)। এ ঘটনার পর মহররমকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। লাকি আক্তারের পরিবার অভিযোগ করেছে, স্বামীর নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।

মহররম হোসেন দাবি করেছেন, আজ দুপুরে খেতে কাজ করে বাড়ি ফিরে ঘরের বারান্দায় স্ত্রী-সন্তানের মৃতদেহ দেখতে পান তিনি। এরপর প্রতিবেশীদের খবর দেন। পরে ফুলবাড়ী থানা-পুলিশকে জানান।

লাকী আক্তারের মা মনজিলা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার মেয়ের ওপর নির্যাতন করে আসছিল জামাই। আজকে সকালেও মেয়ে আমাকে ফোন করে জানায় যে তাঁর স্বামী তাঁকে মারধর ও মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার মেয়ে ও নাতিকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। দুজনের মরদেহ বারান্দায় পাশাপাশি শোয়ানো অবস্থায় ছিল। সুরতহাল করা হয়েছে। নিহত নারীর গলায় ফাঁস দেওয়ার দাগ পাওয়া গেছে। তবে শিশুটির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়রা নিহতের স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মহররম হোসেনকে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।