বিয়ের অনুষ্ঠান থেকে তিন বন্ধু ফিরছিলেন একসঙ্গে, পথেই গেল প্রাণ
শুভ্রজিৎ বড়ুয়া (৪০) ছিলেন একটি সিমেন্ট বিক্রির দোকানের কর্মচারী। রুবেল বড়ুয়া (৪৫) কাঠমিস্ত্রি আর নিপ্পু বড়ুয়া (৪০) কৃষক। বেঁচে থাকতে তিন বন্ধু ছিলেন হরিহর আত্মা। সারা দিন যে যাঁর কাজ সেরে এসে রাতে আড্ডা জমাতেন পাড়ার দোকানে। গতকাল বৃহস্পতিবার রাতেও একসঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। খাওয়ার পর্ব সেরে এক মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। বেঁচে থাকতে সুখ-দুঃখের সাথি তিন বন্ধু যেন মরণেও ছিলেন একসঙ্গে।
নিহত তিন বন্ধুই মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মায়ানী বড়ুয়া পাড়ার বাসিন্দা। পাশাপাশি বাড়ি তাঁদের। বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তাঁদের মোটরসাইকেলটিকে অজ্ঞাতপরিচয় একটি গাড়ি ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত রুবেল বড়ুয়ার বড় ভাই বিপ্লব বড়ুয়া জানান, রুবেল, শুভ্রজিৎ ও নিপ্পু খুব কাছের বন্ধু ছিল। দুর্ঘটনায় একসঙ্গে তিনজনের প্রাণহানি হয়েছে। তাঁদের লাশ বাড়িতে আনার পর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার দুপুরে শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি আরও জানান, রুবেলের স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। শুভ্রজিতেরও স্ত্রী আর ছয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। নিপ্পুরও স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। সড়ক দুর্ঘটনায় একসঙ্গে একই গ্রামের তিন বন্ধুর অকালমৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।
আজ শুক্রবার দুপুরে লাশ বাড়িতে আনার পর লাশের পাশে বসে আহাজারি করতে দেখা যায় নিহত নিপ্পু বড়ুয়ার স্ত্রী সঞ্চিতা বড়ুয়াকে। স্বামীর শোকে বারবার অজ্ঞান হয়ে যাওয়া সঞ্চিতা জ্ঞান ফিরলেই চিৎকার করে বলতে থাকেন—‘আমার সন্তানদের এখন কে দেখবে। এই সংসারের খরচ জোগাবে কে। এখন কার সঙ্গে সুখ-দুঃখের কথা বলব আমি।’
সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। প্রথম আলোকে তিনি জানান, মিরসরাইয়ের সুফিয়া রাস্তার মাথা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। লাশগুলো উদ্ধার করে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। দুর্ঘটনায় দুমড়ে–মুচড়ে যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।