চট্টগ্রামে আগুনে পুড়ল ১০টি ঘর

আগুনে পুড়ে যাওয়া ঘর। আজ সকালেছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের সিআরবি গোয়ালপাড়া এলাকায় আগুনে পুড়ে গেছে ১০টি ঘর। আজ মঙ্গলবার ভোরে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ৫০ মিনিটে তারা আগুন লাগার সংবাদ পায়। ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি আগুন নেভাতে কাজ করে। সকাল সোয়া সাতটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাকের নেতৃত্বে একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে ১০টি কাঁচা ঘর পুড়ে যায়। এতে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।