বগুড়ায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বগুড়া জিলা স্কুল মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। প্রখর রোদ উপেক্ষা করে সকাল আটটা বাজার আগেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে স্কুল মাঠ। শিক্ষার্থীদের হইহুল্লোড়ে পুরো স্কুল প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে আসা অতিথিরা জীবনে সফল হতে হলে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখার আহ্বান জানান।
কয়েক মাস পর স্কুলজীবনের বন্ধু ও সহপাঠীদের দেখা পেয়ে তারা ভীষণ উচ্ছ্বসিত। সকাল নয়টায় নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট ও উপহার সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রক্রিয়া। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। জাতীয় সংগীতের সঙ্গে গলা মেলান শিক্ষার্থী ও অতিথিরা।
সংবর্ধনায় অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছিল ৩ হাজার ৫০০ শিক্ষার্থী। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগিতা করেছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
বগুড়া বন্ধুসভার সভাপতি সামির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বগুড়ায় কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী। কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তৃতা করে গেলাম রাব্বী।
কবি বজলুল করিম বলেন, ‘তোমরা শুধু মেধাবী মুখ নও, আগামীর বাংলাদেশ। জীবনে সফল হতে হলে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে। লাল–সবুজের বাংলাদেশ বুকে লালন করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। ভালো মানুষ হতে হবে। মানবিক মানুষ হতে হবে। এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার এই সাফল্য এইচএসসিতেও ধরে রাখতে হবে। বেশি করে পড়াশোনা করতে হবে, সাফল্য অর্জনের জন্য বেশি করে সাধনা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘শুধু মানবিক মানুষ হলে চলবে না, মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন ও ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।’
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী বলেন, ‘এই স্কুল মাঠে আজ একঝাঁক মেধাবীর মিলনমেলা বসেছে। আজ তোমাদের বন্ধুত্ব ঝালাইয়ের দিন। নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ার দিন। এইচএসসিতেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে।’
‘মিথ্যা’, ‘মুখস্থ’ ও ‘মাদক’কে না বলার অঙ্গীকার করান প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি। তিনি বলেন, প্রথম আলো খবরের কাগজের চেয়ে বেশি কিছু। প্রথম আলো সংবাদ পরিবেশনের পাশাপাশি নানা সামাজিক কার্যক্রমে যুক্ত। প্রথম আলো দেশজুড়ে ১ হাজার ১৩৫ জন অদম্য মেধাবীকে শিক্ষাবৃত্তি দিয়েছে। কিশোর-তরুণদের নিয়ে নানা আয়োজন করছে। একটি সম্ভাবনাময় প্রজন্ম গড়তে, একটি সম্ভাবনার বাংলাদেশ গড়তে সাহসী সাংবাদিকতার পাশাপাশি প্রথম আলোর সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে এসে ভীষণ উচ্ছ্বসিত জেরিন ও সাদিয়া আকতার। নূরে জেরিন বলে, ‘নিবন্ধন করার পর এই দিনটার জন্য প্রতীক্ষা করছিলাম। খুব ভোরে ঘুম থেকে উঠে সকাল সকাল অনুষ্ঠানস্থলে চলে এসেছি। এখানে এসে উচ্ছ্বসিত। অনেক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, ক্রেস্ট ও নাশতা পেয়েছি। আমাদের জন্য গানের আয়োজন করা হয়েছে। এভাবে সম্মান দেওয়ায় আমি আবেগাপ্লুত, রোমাঞ্চিত।’
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ব্যান্ড দল বি-বয়েজ ও শিল্পী কথা। দলীয় নৃত্য পরিবেশন করে বগুড়ার ‘আমরা কজন শিল্পী গোষ্ঠী’।