টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কালিহাতী পৌর এলাকার সাতুটিয়া দক্ষিণ পাড়ার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আবদুল আলীম (১৮)। তিনি পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের সৌদিপ্রবাসী জহুরুল ইসলামের ছেলে। আলীম কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্বজনেরা পুলিশকে জানিয়েছেন, গত শনিবার সকালে আলীম কোচিংয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পাননি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ দুপুরে সাতুটিয়া দক্ষিণ পাড়া এলাকার জামাল বাদশার বসতঘরের পেছনে শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতরে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় বেলা ২টার দিকে লাশটি উদ্ধার করে। নিহত ছাত্রের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। গলায় প্লাস্টিকের রশি প্যাঁচানো ছিল।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম বলেন, উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, নিহত আব্দুল আলীমের মা আকলিমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হচ্ছে।