শ্রীপুরে এলপি গ্যাসের আগুনে তিন নারী দগ্ধ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এলপি গ্যাসের আগুনে তিন নারী দগ্ধ হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দেওয়ানেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহত তিন নারী হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খারকুলিয়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেলেনা খাতুন (৫৪), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া গ্রামের সামসুল হকের স্ত্রী হালিমা খাতুন (৪২) ও হালিমা খাতুনের পুত্রবধূ অন্তঃসত্ত্বা রিতা আক্তার (২১)। তাঁরা স্থানীয় মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় কয়েকজন লোক বলেন, দেওয়ানেরবাড়ি এলাকায় ঘনবসতিপূর্ণ স্থানে পার্ক করে একটি এলপিজি ট্যাংকার গাড়ি মেরামতের কাজ চলছিল। মেরামতের সুবিধার্থে ট্যাংকার থেকে কিছু গ্যাস উন্মুক্ত স্থানে অবমুক্ত করা হয়। এরপর ট্যাংকারের নিচের দিকে ঝালাই কাজ শুরু করা হয়। একপর্যায়ে ঝালাইয়ের স্পার্ক থেকে আগুন পাশের বাড়িতে চলে যায়। ওই বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে সেখানে অবস্থান করা ওই ৩ নারী দগ্ধ হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ট্যাংকারটি নিয়ে চালক সটকে পড়েন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আবু সাঈদ সজীব বলেন, ভর্তি তিনজনের মধ্যে হালিমার শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং বাকি দুজনের ১০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁদের মহিলা সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।