আমাদের কোনো ফেবারিট নেই, আমাদের কোনো পক্ষ নেই: নির্বাচন কমিশনার সানাউল্লাহ
বর্তমান নির্বাচন কমিশনকে একটি ‘রংহীন, চেহারাহীন নির্বাচন কমিশন’ হিসেবে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘আমাদের কোনো ফেবারিট (প্রিয়) নেই, আমাদের কোনো পক্ষ নেই। আমাদের একটাই পক্ষ, সুষ্ঠতার পক্ষ, ন্যায়ের পক্ষ, মানুষের অধিকার মানুষের কাছে ফিরে দেওয়ার পক্ষ।’
আজ সোমবার বিকেলে পঞ্চগড়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় তিনি আরও বলেন, ‘মানুষ নির্বাচনে নির্বাচিত করবে কে তার প্রতিনিধি হবে, অন্য কেউ নয়। এটা নির্বাচন কমিশনের অফিসে হবে না, জেলা প্রশাসকের বারান্দাতে হবে না, পুলিশ সুপারের বারান্দাতে হবে না, কোনো গোয়েন্দা সংস্থার অফিসেও হবে না। সেই পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। সেই পরিবেশ ইনশা আল্লাহ আমরা সৃষ্টি করব।’
সভায় আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, ‘অতীতে যদি খারাপ নির্বাচন হয়ে থাকে তাহলে আমরা নিজেরাই নিজেদের প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে যে আমাদের ভাবমূর্তি অক্ষুণ্ন আছে নাকি ভূলুণ্ঠিত হয়েছে। যদি ভূলুণ্ঠিত হয়ে থাকে তাহলে আগামী নির্বাচন হবে আমাদের সেই হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন।’
ছাত্রজনতার আত্মত্যাগের কথা স্মরণ করে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এই সন্তানদের, এই শিশু, কিশোর, তরুণ, যুবকদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করেছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ। আমরা তাদের প্রতি ফোঁটা রক্তের ঋণ পরিশোধ করব ইনশা আল্লাহ। তবে এই কাজটি একটি বড় কাজ, শুধু নির্বাচন কমিশনের পক্ষে করা সম্ভব নয়। নির্বাচন কমিশন শুধু সামনে থেকে নেতৃত্ব দেবে, সমন্বয় করবে। কাজটি প্রতিপালন করবে মাঠপর্যায়ে সবাই। লুঙ্গির ওপরে প্যান্ট লাগানো যে চৌকিদারটা রয়েছে, তার থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত সবাই আমরা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত।’
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল আরও বলেন, ‘মানুষের ক্ষমতা মানুষের কাছে ফিরে যেতে হবে, কোনো ব্যক্তি বা দলের কাছে নয়। মানুষের ক্ষমতা যখন মানুষের কাছে থাকবে তখন ১৮ কোটি মানুষকে নিয়ে কেউ ছেলে খেলা করবে না। মানুষের ক্ষমতা যদি কেড়ে নিয়ে কোনো ব্যক্তির কাছে বা কোনো গোষ্ঠীর কাছে কুক্ষিগত করে ফেলা হয়, তাহলে ব্যক্তি এবং গোষ্ঠী কেনা খুব সহজ। মানুষ কেনা অত সহজ না।’
মতবিনিময় সভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল সহ প্রশাসনের কর্মকর্তা, ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ নতুন ভোটাররা উপস্থিত ছিলেন।