স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার মানে হলো রাজনীতিবিদদের অবিশ্বাস করা: রিজভী

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল এ উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ দুপুরেছবি: প্রথম আলো

গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব। গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে; এটা এখন দেশের মানুষের প্রত্যাশা।’

আজ শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল এ উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের বিষয়ে রিজভী আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণটা কী আমি জানি না? এই কথাগুলো সামনে আসছে, এই ধরনের নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে! আমি আগেও বলেছি, রাজনৈতিক দলের যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে ও যাদের দমন-পীড়ন করেছে শেখ হাসিনা—তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই?’

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হয়ে ক্ষমতায় টিকে থাকলে বিএনপির নেতা-কর্মীদের ফাঁসি দিতেন বলে মন্তব্য করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার কোনো কাণ্ডজ্ঞান ছিল না। এই মহিলার গদি ও সিংহাসন রক্ষার জন্য কে বাঁচল বা কে মরল, তাতে তাঁর কিছু যায়–আসে না।’

শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘যে মহিলা ক্ষমতায় থাকার জন্য পাঁচ বছরের শিশু আহাদকে হত্যা করতে পারে, ১৪ বছরের একটি শিশুর শরীরে ৪০টি গুলি করতে পারে, পানি লাগবে বলে ছুটে যাওয়া মুগ্ধর মতো একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রকে হত্যা করতে পারে, সে তো আমাদেরও বাঁচিয়ে রাখত না।’

আরও পড়ুন

রিজভী বলেন, ‘যে অবিশ্বাস শেখ হাসিনা সৃষ্টি করেছিলেন, যে অবিশ্বাসের বিরুদ্ধে এত লড়াই এত সংগ্রাম, যার কারণে শেখ হাসিনা এত গুম করেছেন, এত খুন করেছেন, এত ক্রসফায়ার দিয়েছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন; শুধু একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং আমার ভোট আমি দেব, এটা থেকে জনগণকে বঞ্চিত করার জন্য।’

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল ওদুদ মুন্সীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি প্রমুখ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।

আরও পড়ুন