ময়মনসিংহে লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছেছবি: প্রতীকী

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কাছে ময়মনসিংহ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার বেলা পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে ট্রেন চলাচলের কোনো বিঘ্ন ঘটছে না বলে জানিয়েছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হাসান খান প্রথম আলোকে জানান, ময়মনসিংহ নগরের আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ রেলক্রসিং এলাকায় ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ২৫৬ নম্বর লোকাল ট্রেনের পাঁচটি বগির মধ্যে সবার পেছনের বগিটির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় মোট চারটি লাইন রয়েছে। বগি লাইনচ্যুত হওয়ার কারণে ৩ নম্বর ও ৪ নম্বর লাইন বন্ধ রয়েছে। তবে ১ নম্বর ও ২ নম্বর লাইন চালু থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এতে ঢাকা-জামালপুর ও ময়মনসিংহ-জামালপুরগামী ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে।

নাজমুল হাসান খান বলেন, ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করবে।