বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধে অভিযোগ বাবার

বরিশাল জেলার মানচিত্র

বরিশালে একটি নবজাতককে তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পুলিশের শরণাপন্ন হয়েছেন নবজাতকের বাবা। তিনি বরিশাল মহানগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

নবজাতকের বাবা সোহেল আহমেদ পিরোজপুরের মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। আর মা ঐশী আক্তার ঝালকাঠির নলছিটি উপজেলার হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঐশী আক্তার বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি শারীরিক অসুস্থতা ও বিষণ্নতায় ভুগছেন বলে জানিয়েছে পরিবার।

নবজাতকের বাবা সোহেল আহমেদ অভিযোগ করেন, তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না। ১০ জানুয়ারি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই একটি কন্যা সন্তানের জন্ম দেন ঐশী। বুধবার সকালে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় (স্ত্রীর বড় বোনের) বাসার কাউকে কিছু না জানিয়ে নবজাতক বাচ্চা নিয়ে বের হয়ে একা ফিরে আসেন ঐশী। প্রথমে তিনি জানিয়েছেন, সন্তানকে কীর্তনখোলা নদীর ওপর নির্মিত সেতু থেকে নিচে ফেলে দিয়েছেন। পরে বলছেন, খয়রাবাদ সেতু থেকে নদীতে ফেলে দিয়েছেন।

নবজাতকের মামা মো. মাসুদ বলেন, ‘আমার বোন শারীরিক অসুস্থতা ও বিষণ্নতায় ভুগছেন। এ জন্য তাঁকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নবজাতক কোথায় আছে এ প্রশ্নের জবাবে আমার বোন কিছুই বলতে পারছে না।’

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১০ জানুয়ারি এ হাসপাতালেই শিশুটি ভূমিষ্ঠ হয়। ১৩ জানুয়ারি স্বজনেরা শিশুসহ মাকে বাসায় নিয়ে যান। ১৫ জানুয়ারি বিকেলে ওই শিশুর মাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু নবজাতককে তাঁর সঙ্গে দেখা যায়নি।

বরিশাল মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত আছে। ওই নবজাতকের মা অসুস্থ থাকায় তাঁর কাছ থেকে পরিষ্কারভাবে কিছুই জানা যাচ্ছে না।