মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আফরোজা আক্তার ওরফে রিয়া (৬)। তবে পথে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তার বিদ্যালয়ে যাওয়া আর হয়নি। মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় আফরোজা। পরে মুমূর্ষু অবস্থায় নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ভূঁইয়ারহাট-দুধমুখা সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। আফরোজা আক্তার বিরাহিমপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় বাসিন্দা জুয়েল রানা প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে আফরোজা আক্তার ভূঁইয়ারহাট-দুধমুখা সড়কের মীরের পোল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ভূঁইয়ারহাট-দুধমুখা সড়ক অবরোধ করে রাখে। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দিতে রাজি হননি। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।