ভুল বানানে ভরা ভাষা দিবসের প্ল্যাকার্ড, ফেসবুকে সমালোচনা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্ল্যাকার্ডের ছবি। পরে এসব প্ল্যাকার্ড সংশোধন করা হয়ছবি; সংগৃহীত।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই শহীদ মিনারের চারপাশে স্থাপন করা হয় নানা ধরনের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডের বেশির ভাগই ভুল বানানে ভরা । এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সমালোচনা শুরু হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতেই প্ল্যাকার্ডের ভুল বানান সংশোধন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্ল্যাকার্ডে দেখা যায়, ‘একুশ মানি মাথা নথ না করা’, ‘বাংলাশের আত্মা বাংলা ভাষা’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি’ ইত্যাদি লেখা। ‘মাথা নত’-এর পরিবর্তে লেখা হয়েছে ‘মাথা নথ’। বাংলাদেশের বদলে লেখা—‘বাংলাশ’। ফেব্রুয়ারির বদলে লেখা হয় ‘ফেব্রয়ারি’।

এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। নিক্সন নামের ফেসবুক আইডি থেকে একজন মন্তব্য করেন, ‘বাংলা ভাষার যে মৃত্যু আসলেই চট্টগ্রামে হয়েছে, এটাই তার প্রমাণ।’ মো. জাবেদ নামের একজন লেখেন, ‘আরও সতর্ক থাকার দরকার ছিল।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমালোচনার মুখে গতকাল রাতেই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে যান সহ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন ও অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। তাঁদের উপস্থিতিতে এসব প্ল্যাকার্ডের বানান ঠিক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এত বানান ভুল দেখে তিনিই নিজেও অবাক হয়েছেন। প্রক্টরিয়াল বডিকে প্ল্যাকার্ড বসানো, ব্যানার-ফেস্টুন ঝোলানোসহ অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছিল। আগামীকাল এ বিষয়ে তাঁরা বসে আলোচনা করবেন।

ভুল বানানের প্ল্যাকার্ডের বিষয়ে জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।