অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তে নাইজেরিয়ার নাগরিক গ্রেপ্তার

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় গ্রেপ্তার নাইজেরিয়ার নাগরিক নওসু ইজুচুকু ক্যালিস্টাসছবি: বিজিবির কাছ থেকে পাওয়া

ফেনীর পরশুরাম সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নাইজেরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার মধ্যরাতে সীমান্তের পরশুরাম পৌরসভার বাউরপাথর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাইজেরিয়ানের নাম নওসু ইজুচুকু ক্যালিস্টাস (২৭)।

বিজিবি জানায়, পরশুরাম পৌরসভার বাউরপাথর এলাকায় সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক নাইজেরিয়ানকে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছে পাসপোর্ট, ভিসা বা ভ্রমণের বৈধ কাগজ পাওয়া যায়নি।

বিজিবির জিঙ্গাসাবাদে আটক নাইজেরিয়ান তরুণ জানান, তিনি কয়েকজন বাংলাদেশি নাগরিকের সহায়তায় বাউরপাথর এলাকা দিয়ে অবৈধভাবে ভিসা ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করায় ফরেনার অ্যাক্টে নাইজেরিয়ার ওই নাগরিকের বিরুদ্ধে বিজিবি মামলা করেছে। এরপর তাঁকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম প্রথম আলোকে বলেন, বিজিবির হাতে আটক নাইজেরিয়ানকে ফরেনার অ্যাক্টের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।