ঘন কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধা ঘণ্টায় ৮ দুর্ঘটনা, তীব্র যানজটে ভোগান্তি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘন কুয়াশার কারণে আধা ঘণ্টার ব্যবধানে অন্তত আটটি দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মহাসড়কটির রায়পুর থেকে আমিরাবাদ পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
ধারাবাহিক দুর্ঘটনার কারণে মহাসড়কের রাজারহাট এলাকা থেকে ধীতপুর পর্যন্ত ১০ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ দুপুর ১২টা পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে যানজটে আটকে ছিলেন তাঁরা।
দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ ও যানবাহনের চালকেরা জানান, ঘন কুয়াশার কারণে আজ সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় মহাসড়কের হরিপুর নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। কিছুটা দূরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। একই স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। সকাল সোয়া সাতটার দিকে জিংলতালী সেতুর কাছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইমপিরিয়াল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
সূত্রগুলো আরও জানায়, সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের ধীতপুর নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। একই স্থানে চান্দিনার নবাবপুর থেকে ঢাকাগামী অনির্বান পরিবহনের বাসের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। ওই সময়ে মহাসড়কের রায়পুর নামক স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এসব দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে যানবাহনের চালক ও তাঁর সহকারী, যাত্রী ও রোগী আছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আজ সকাল ১০টায় মহাসড়কের হরিপুর নামক স্থানে যানজটে আটকে ছিলেন চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসের চালক আনোয়ার হোসেন। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে মহাসড়কে একাধিক দুর্ঘটনা ঘটায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তিন কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে তাঁর তিন ঘণ্টার বেশি সময় লেগেছে।
পরপর দুর্ঘটনার পর ঢাকাগামী যানবাহনগুলো উল্টো পথে চালাতে গিয়ে যানজট তীব্র আকার ধারণ করেছে বলে জানান ঢাকাগামী ড্রিমলাইন পরিবহনের বাসের চালক আবু রাসেল।
বেলা ১১টায় মহাসড়কের আমিরাবাদ এলাকায় কথা হয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের ব্যবসায়ী জামাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, তিন ঘণ্টা মহাসড়কের একই স্থানে যানজটে আটকে থাকার পর পাঁচ কিলোমিটার মহাসড়ক হেঁটে গৌরীপুর পর্যন্ত পৌঁছেছেন।
দাউদকান্দির বেকিনগর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী খলিলুর রহমান ও আবদুল জলিল জানান, দোকানের মালামাল ক্রয়ের কাজে দাউদকান্দির গৌরীপুরে রওনা দিয়ে যানজটে আটকে পড়েন। পরে পাঁচ কিলোমিটার মহাসড়ক হেঁটে গন্তব্যে পৌঁছান।
দাউদকান্দির গোয়ালমারি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুপুর ১২টায় গৌরীপুর এলাকায় হাঁটতে হাঁটতে বলেন, তিনি ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে ভোরে দাউদকান্দির ইলিয়টগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে দাউদকান্দির রাজারহাট এলাকায় পৌঁছে যানজটে আটকা পড়েন। পরে পরিবারের সদস্য ও প্রয়োজনীয় মালামাল কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হেঁটে গন্তব্যের দিকে যাচ্ছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, ঘন কুয়াশায় একাধিক দুর্ঘটনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।