প্রথমবারের মতো জামালপুর থেকে চট্টগ্রামে যাচ্ছে বিজয় এক্সপ্রেস

জামালপুর-চট্টগ্রাম রেলপথে চলাচল শুরু করেছে আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি। শুক্রবার রাতে জামালপুর রেলস্টেশনেছবি: প্রথম আলো

অবশেষে আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুর স্টেশন থেকে চলাচল শুরু করেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জামালপুর থেকে চট্টগ্রামে রেলপথে সরাসরি কোনো ট্রেন চলাচল শুরু হলো। গতকাল শুক্রবার রাতে জামালপুর স্টেশন থেকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে  ছেড়ে গেছে। বিজয় এক্সপ্রেস ট্রেন চালু হওয়ায় খুশি জামালপুরের মানুষ।

গতকাল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ট্রেনটি প্রথম জামালপুর রেলস্টেশনে আসে। এই ট্রেনের প্রথম যাত্রা দেখতে স্টেশনে ভিড় করেন অনেকেই। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রথম যাত্রার যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সব আনুষ্ঠানিকতা শেষে প্রথমবারের মতো জামালপুর স্টেশন থেকে গতকাল রাত পৌনে ৯টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ স্থানীয় নেতা-কর্মীরা।

জামালপুর রেলস্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশন থেকে চলাচল করার কথা ছিল। কিন্তু দেওয়ানগঞ্জ স্টেশনে পর্যাপ্ত ‘ওয়াশ অ্যান্ড ক্লিনিং’–এর ব্যবস্থা নেই। পরে ময়মনসিংহ-চট্টগ্রাম সরাসরি ট্রেন চলাচল শুরু হয়। ১০ বছর ধরে এভাবেই চলছিল। জামালপুরের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে গত মাসে রেলওয়ে কর্তৃপক্ষ জামালপুর রেলস্টেশন থেকে ট্রেনটি চলানোর সিদ্ধান্ত নেয়। সে সময় নাগরিক সমাজের ব্যানারে ময়মনসিংহের লোকজন বিরোধিতা করেন। পাল্টা কর্মসূচি পালন শুরু করে জামালপুর নাগরিক সমাজও। পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যেই অবশেষে জামালপুর স্টেশন থেকে ট্রেনটি চলাচল শুরু হলো।

জামালপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, ময়মনসিংহ থেকে গতকাল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ট্রেনটি জামালপুর স্টেশনে প্রবেশ করে। পরে রাত ৮টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

জামালপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে জামালপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। চট্টগ্রামে পৌঁছাবে ভোর ৫টায়। চট্টগ্রাম থেকে সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুরের উদ্দেশে ছেড়ে আসবে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জামালপুর স্টেশনে পৌঁছাবে। জামালপুর থেকে চট্টগ্রামে যাতায়াতে সময় লাগবে ৮ ঘণ্টা ৫৫ মিনিট। জামালপুরের জন্য ২২৭টি আসন বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে শোভন চেয়ার ১৬০টি, এসি চেয়ার ৫৫টি, এসি বার্থ (ঘুমিয়ে যাওয়ার আসন) ৬টি এবং নন-এসি বার্থ (ঘুমিয়ে যাওয়ার আসন) ৬টি।

ট্রেনটি যাত্রাবিরতি দেবে পিয়ারপুর, ময়মনসিংহ, গৌরীপুর, আঠারবাড়ি, কিশোরগঞ্জ, সচরাচর, ভৈরব, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী ও ভাটিয়ারি স্টেশনে। সপ্তাহে এক দিন মঙ্গলবার ট্রেনটির চলাচল বন্ধ থাকবে।