‘এই সংবর্ধনা আমাদের জন্য বড় অনুপ্রেরণা’

সংবর্ধনা অনুষ্ঠানে এসে দল বেঁধে ছবি তুলেছে কৃতী শিক্ষার্থীদের কেউ কেউ। আজ সকালে নড়াইল শহরের শেখ রিজেন্সি গেস্টহাউসের সামনেছবি: প্রথম আলো।

গত দুই দিনের বৃষ্টির পর আজ শনিবার ভোর থেকেই নড়াইলের আকাশ ছিল মেঘমুক্ত। আবহাওয়া অনুকূলে থাকায় কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই সকাল সকাল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ‘শেখ রিজেন্সি গেস্টহাউসে ভিড় জমায়’ কৃতী শিক্ষার্থীরা। সেখানে আয়োজন করা হয় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

সকাল ৯টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও আটটা থেকেই ভিড় জমাতে থাকে শিক্ষার্থীরা। কেউ এসেছে অভিভাবকের সঙ্গে, কেউ একা। আবার অনেকে এসেছে বন্ধুদের সঙ্গে দল বেঁধে। তাদের পদচারণ আর হুল্লোড়ে মুহূর্তেই সরব হয়ে ওঠে শেখ রিজেন্সি গেস্টহাউস। বন্ধুদের একে অপরকে কাছে পেয়ে আনন্দের যেন শেষ নেই তাদের। ৯টা বাজতেই কৃতী শিক্ষার্থীরা নির্দিষ্ট বুথ থেকে ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। পুরো অনুষ্ঠানে নাচ-গান, গল্প-আড্ডা আর সেলফিতে মেতে ওঠে শিক্ষার্থীরা। এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করেছিল ২৯২ জন শিক্ষার্থী।

চলতি বছর নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে লাবণ্য প্রমা। সে জানায়, ‘আজকের এই সংবর্ধনা আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। এই অনুপ্রেরণায় আমরা গৌরব ধরে রাখার উৎসাহ পাব।’

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সংবর্ধণার ক্রেস্ট নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
ছবি: প্রথম আলো

সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল পর্ব। প্রথম আলো নড়াইল বন্ধুসভার উপদেষ্টা শেখ জাদী নইমা জব্বারি বনানী ও শুভ সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রওশান আলী, গোবরা পার্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিক হাসান, এল এস জে এন ইউনিয়ন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক আ ন ম মাজহারুল হক।

সাবেক অধ্যক্ষ রওশন আলী তাঁর বক্তব্যে বলেন, ‘ভালো রেজাল্ট করা আর ভালো মানুষ হওয়া এক কথা নয়। তবে শিক্ষার ক্ষেত্রে জিপিএ-৫-এর গুরুত্ব অনেক। আমরা চাইব, তোমরা ভবিষ্যতেও ভালো ফল করে নিজেদের সাফল্যমণ্ডিত করো। সেই সঙ্গে একটিই চাওয়া, তোমরা ভালো মানুষ হও।’

বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এ আয়োজন জাতিকে একটা বার্তা পাঠানোর। বার্তাটি হলো তোমরা ভালো মানুষ হও, নিজেদের ভালো মানুষ হিসেবে তৈরি করো।’

অনুষ্ঠানে ১০ জন কৃতী শিক্ষককেও সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর হোসেন, নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিক হাসান, গোবরা পার্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহেল আনোয়ার, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল, আর বি এম এফ ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ নওরিন কবীর, এল এস জে এন ইউনিয়ন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক আ ন ম মাজহারুল হক, শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মিসকাত শরীফ, এ পি বি এস এল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম মল্লিক।

জেলার ১০ জন কৃতী শিক্ষককেও সম্মাননা জানানো হয়েছে।
ছবি: প্রথম আলো

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপারের তিন মাস ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট সংস্করণের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।