কাপাসিয়ায় ট্রাকের চাপায় সাংবাদিক নিহত

সাংবাদিক মঞ্জুর হোসেন
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ট্রাকের চাপায় একজন একজন সাংবাদিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কোটবাজালিয়া গ্রামে কাপাসিয়া-ভাকুয়াদি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম মঞ্জুর হোসেন ওরফে মিলন (৫৮)।

মঞ্জুর হোসেনের বাড়ি উপজেলার পাবোর গ্রামে। তিনি গাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘গাজীপুর দর্পণ’ এর সম্পাদক ও প্রকাশক ছিলেন। এ ছাড়া দৈনিক ভোরের দর্পণের গাজীপুর প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

স্বজনেরা জানিয়েছেন, কাজের সূত্রে মঞ্জুর হোসেন গাজীপুর শহরে থাকতেন। আজ সকালে শহর থেকে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা দেন তিনি। কাপাসিয়া উপজেলার কাপাসিয়া-ভাকুয়াদি সড়কের কোটবাজালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তাঁর শরীরের বেশির ভাগ অংশ ট্রাকের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, চাপা দেওয়া ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।