প্রথম আলো ট্রাস্ট-সাদত স্মৃতি পল্লী: শিশু-কিশোরদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শিশু-কিশোরদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজ শনিবার নরসিংদীর রায়পুরার দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতেছবি: প্রথম আলো

নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শিশু-কিশোরদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনভর রায়পুরার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রথম আলো ট্রাস্ট-সাদত স্মৃতি পল্লীর শিশু-বিকাশ কেন্দ্র কার্যক্রমের সব মিলিয়ে ৫০ জন শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা পর্বে গ্রামীণ খেলাধুলা, চিত্রাঙ্কন, সংগীত, নাচ, আবৃত্তি, গজল ও কোরআন তিলাওয়াত ছিল।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ সোহরাওয়ার্দী, আবদুল মান্নান ভূঁইয়া অনার্স কলেজের শিক্ষক আবদুস সাত্তার শিকদার, ইউনূস মিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার, হাসনাবাদ পূর্ব পাড়া জেডএমজে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহছেনা আখতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রথম আলো ট্রাস্ট-সাদত স্মৃতি পল্লীর নানা কর্মসূচি উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন প্রজেক্ট অফিসার বেলায়েত হোসেন ও প্রজেক্ট ইনচার্জ তরিকুল ইসলাম।

স্থানীয় পাঁচ শতাধিক ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশু-কিশোরদের এসব পরিবেশনা উপভোগ করেন। তরিকুল ইসলামের রচনা ও নির্দেশনায় মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ‘আমরা স্বাধীন’ নামের নাটক মঞ্চস্থ করে শিশু-বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করে সাদিয়া আক্তার নামের শিশু-বিকাশ কেন্দ্রের এক শিক্ষার্থী। এ ছাড়া সাদত স্মৃতি পল্লীর লাইব্রেরি থেকে বছরব্যাপী বই পড়া কার্যক্রমে সেরা পাঠকের পুরস্কার পায় তিন শিক্ষার্থী।