কুমারখালীর গড়াই নদে পড়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে তামিম হোসেন (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘট্টিয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ওই এলাকার মৃত টিপু সুলতানের একমাত্র ছেলে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িসংলগ্ন গড়াই নদের পাড়ে তামিম ও শামিম নামের দুই শিশু খেলা করছিল। এ সময় দুজনই নদের পানিতে হাত ধুতে যায়। হাত ধোয়ার সময় তামিম নদে পড়ে ডুবে যায়। স্থানীয় ব্যক্তিরা নদে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নদের তীরবর্তী এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের খুলনা ডুবরি দলকেও খবর দেওয়া হয়েছে।
এ বিষয়ে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, খেলার সময় তামিম নামের শিশুটি নদে পড়ে ডুবে যায়। লোকজন শিশুটিকে উদ্ধারে খোঁজাখুঁজি করছে।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন বলেন, নদের তীরবর্তী এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে শিশুটিকে উদ্ধারের জন্য নদে অভিযান চালানো হবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন হোসাইন বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।