বিএনপি নেতা জি এম সিরাজের গাড়িবহরে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম
ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজের গাড়িবহরে হামলার অভিযোগে হওয়া মামলায় বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার দুপুরে একটি সালিস বৈঠকে অংশ নিতে ধুনট থানায় আসার পর শাহ আলম তালুকদারকে প্রথম আটক করে পুলিশ। এরপর জি এম সিরাজের গাড়িবহরে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শাহ আলম তালুকদারের বাড়ি উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে। তবে তাঁর পরিবারের দাবি, শাহ আলমের নামে থানায় কোনো মামলা নেই। তিনি জমিজমা–সংক্রান্ত একটি সালিস বৈঠকে এক পক্ষের হয়ে থানায় গেলে পুলিশ তাঁকে আটক করে সংসদ সদস্যের গাড়িবহরে হামলা মামলায় গ্রেপ্তার দেখায়।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন জি এম সিরাজ। প্রতীক বরাদ্দের পর ১১ ডিসেম্বর দুপুরের দিকে ধানের শীষের প্রচারণার উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে ধুনট উপজেলা শহরের হোটেল আল আরাফাতের সামনে পৌঁছান জি এম সিরাজ। খবর পেয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হাবিবর রহমানের কর্মী-সমর্থকেরা জি এম সিরাজের গাড়িবহরে হামলা চালান।

এ সময় বিএনপির প্রার্থীর গাড়িবহরের দুটি জিপ, দুটি মাইক্রোবাসসহ ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং হামলাকারীরা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। হামলায় বিএনপির মনোনীত প্রার্থী জি এম সিরাজসহ প্রায় ১০ থেকে ১৫ নেতা–কর্মী আহত হন। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গত ৮ অক্টোবর ধুনট থানায় মামলা করেন। এতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবর রহমান ও তাঁর ছেলে আসিফ ইকবালসহ ৪৬ নেতা–কর্মীকে আসামি করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বিএনপির সাবেক সংসদ সদস্যের গাড়িবহরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে শাহ আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।