চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু টানেলে প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সমালোচনা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় সাতটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে স্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
গতকাল বুধবার রাতে সাতটি প্রাইভেট কার চিহ্নিত করে থানায় মামলাটি করেন বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম। সাতটি গাড়ি হলো চট্ট মেট্রো-গ-১২-৯০৪৩, চট্ট মেট্রো-ঘ-১১-৫৭০২, ঢাকা মেট্রো-খ-১১-৮৯৩৫, ঢাকা মেট্রো-খ-১২-১৮১৪, চট্ট মেট্রো-গ-১৩-৩৫৭৩, চট্ট মেট্রো-গ-১৪-২২৫৪ ও ঢাকা মেট্রো-ভ-১১-০২১৭। মামলায় আরও দুই থেকে তিনটি প্রাইভেট কারের চালকসহ তাঁদের সহযোগীদের আসামি করা হয়েছে।
এর আগে গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ছয়টায় সর্বসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়। চালুর প্রথম দিনেই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ঘটনা ঘটে।
সূত্র জানায়, টানেলে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর অনুমতি রয়েছে। নিয়ম মেনে গাড়ি চলাচল, টানেলের ভেতরে ছবি না তোলা, ওভারটেক না করাসহ ১৪টি নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দ্রুতগতিতে গাড়ি চালাতে দেখা গেছে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান অনেকে।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘বুধবার (গতকাল) রাতে সাতটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি।’