কুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরুর আগে কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি

আজ শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হবেছবি: প্রথম আলো

বিভাগীয় গণসমাবেশ শুরুর আগে কুমিল্লা নগরের টাউন হল মাঠে জড়ো হয়েছেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী। রং-বেরঙের টি-শার্ট, টুপি পরে তাঁরা অপেক্ষায় আছেন সমাবেশ শুরুর। আজ শনিবার বেলা ১১টার দিকে এ সমাবেশ শুরু হবে। সমাবেশে জনস্রোত টাউন হল মাঠ ছাড়িয়ে কুমিল্লা কান্দিরপাড় সড়কের পুবালি চত্বর পর্যন্ত চলে গেছে।

টাউন হলের মাঠের সমাবেশ মঞ্চে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। বেলা ১১টায় প্রথমে জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। দুপুর একটায় বক্তব্য দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশ সঞ্চালনা করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন ও মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা। এতে সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ।

আরও পড়ুন

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি, দলের পাঁচ নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে এ গণসমাবেশ করছে। এর আগে গত ১২ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ হয়। পরে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে সমাবেশ হয়। আগামী ৩ ডিসেম্বর রাজশাহী ও ঢাকায় ১০ ডিসেম্বর গণসমাবেশ হবে।

আরও পড়ুন

এদিকে কুমিল্লার গণসমাবেশকে কেন্দ্র করে নগরের কান্দিরপাড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। টাউন হল মাঠ ছোট হওয়ার কারণে সড়কে লোকের সংখ্যা মাঠের চেয়ে বেশি। মাইক লাগানো হয়েছে সমাবেশস্থল থেকে বহু দূরের সড়কেও।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ইতিমধ্যে কুমিল্লায় এসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন