অনিয়মের তদন্ত কমিটির সামনে দুই পক্ষের হট্টগোল, হাতাহাতি

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে তদন্ত কমিটির সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের অনিয়ম তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের গঠন করা কমিটির সামনেই কর্মচারীদের দুটি পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতি হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। একটি পক্ষ হাসপাতালের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর, অন্যটি তাঁর প্রতিপক্ষের লোকজন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইসেন্স ছাড়াই এক দশক ধরে কার্যক্রম পরিচালনাসহ নানা অভিযোগের বিষয়ে তদন্তে কাজ চলছিল। তদন্ত কমিটির সদস্যরা সোমবার হাসপাতালে উপস্থিত হলে তাঁদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের দেখে একটি পক্ষ হাসপাতালের গেট বন্ধ করে দেয়। নিয়োগপত্র ছাড়াই হাসপাতালে কাজ করাকে কেন্দ্র করে বিবদমান এক পক্ষ আরেক পক্ষকে হুমকিও দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, তদন্তের সময় দুই পক্ষই হট্টগোল করছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তদন্ত কমিটির প্রধান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অং সুই প্রু মারমা বলেন, ‘আমরা চাই এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হোক। এ জন্য কিছু অভিযোগের তদন্ত করছি।’