ঢাকার সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও লুটের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ ভরি সোনা, সোনা বিক্রির ৭৬ হাজার টাকা ও ডাকাতির সময় ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির, আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জের মো. রিপন মিয়া (৪০), পাবনার সুজানগর থানার মো. আরিফ প্রামাণিক (৩০), দুই ভাই আতাইকুলা থানার মো. শাহ আলম (৪৫) ও মো. আরমান শেখ (৩৭), রাজশাহীর কর্ণহার থানার মো. ইব্রাহিম বাবু (৪৫) ও কুমিল্লার দেবীদ্বার থানার মো. মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪৫)।
সংবাদ সম্মেলনে এসপি মো. আনিসুজ্জামান জানান, ৯ মার্চ রাত ৯টার দিকে নয়ারহাট বাজারে দিলীপ স্বর্ণালয়ের সামনে ওই দোকানের মালিক দিলীপ দাসকে তাঁর স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সোনার ব্যাগ লুট করে নিয়ে যান ডাকাত দলের সদস্যরা।
পুলিশ জানায়, ওই রাতে ইমরান, শাহ আলম, আরমান, রিপন, আরিফ, আকাশ, তালিম ও মাসুদ রানা ওরফে কালা মাসুদ একটি ভাড়া গাড়িতে করে নয়ারহাট এলাকায় সোনার দোকানে ডাকাতি করতে আসেন। ইমরান ও আকাশ গাড়ির ভেতরে অবস্থান করেন এবং আরমান ও শাহ আলম ঘটনাস্থলের পাশে পাহারা দেন। তালিম ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করেন। রিপন ও আরিফ দুটি চাপাতি দিয়ে দিলীপের বুকের ডান পাশে ও ঘাড়ে কোপ দেন এবং মাসুদ রানা সোনার ব্যাগ ছিনিয়ে নিয়ে গাড়িতে করে ঘটনাস্থল থেকে চলে যান। আরিফকে গত সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৮ ভরি সোনা ও সোনা বিক্রির ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ডাকাতির সোনা ক্রয়ের সঙ্গে জড়িত ইব্রাহিমকে রাজশাহীর কর্ণহাট এলাকা থেকে লুণ্ঠিত পাঁচ ভরি সোনাসহ গ্রেপ্তার করা হয়। আরমানের ফলের দোকান থেকে হত্যায় ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়।
এসপি মো. আনিসুজ্জামান বলেন, ইমরান, আরমান ও শাহ আলম দিনের বেলায় ফলের ব্যবসার আড়ালে ডাকাতির স্থান নির্বাচন করেন ও রাতে ডাকাতি করেন। রিপন ও আরিফ দিনের বেলা অটোবিকশা চালান, রাতে ডাকাতি করেন। মো. ইব্রাহিম বাবু ডাকাতির সোনা ক্রয়-বিক্রয় করেন। তাঁরা সবাই পেশাদার ডাকাত। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতির মামলা আছে।