২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নওগাঁয় ৮ প্রতিষ্ঠানকে ৪ হাজার বই উপহার

বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে নওগাঁয় বই উপহার পেল ৮ টি প্রতিষ্ঠান।

বই মানে জ্ঞানের ভান্ডার। বই মানুষের জীবনের প্রকৃত বন্ধু। বই পড়ার মধ্য দিয়ে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন ধারণা এবং নতুন জ্ঞানের অর্জন হয়। মননশীলতা, সৃজনশীলতা এবং মেধা বিকাশের পথ উন্মোচন হয়ে থাকে বই পড়ার মাধ্যমে। নওগাঁয় বিকাশের উদ্যোগ ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত বই উপহার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

গতকাল রোববার বিকেল চারটার দিকে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আটটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৪ হাজার ১৭১টি বই তুলে দেওয়া হয়।

বই পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো নওগাঁ সদর উপজেলার প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বাছারীগ্রাম উচ্চবিদ্যালয়, মহাদেবপুর উপজেলার হাজী ধনেজ উচ্চবিদ্যালয়, মান্দার বনগ্রাম ইসলামী ও বিজ্ঞান পাঠাগার এবং বৈদ্যপুর উচ্চবিদ্যালয়, নিয়ামতপুর উপজেলার গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা ও রামনগর উচ্চবিদ্যালয়।

বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা কায়েস উদ্দিন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রানীনগর সরকারি কলেজের প্রভাষক বেলায়েত হোসেন, নওগাঁ প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের সভাপতি কাজী জিয়াউর রহমান, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি খালেকুজ্জামান আনসারী, নওগাঁ বন্ধুসভার সাধারণ সম্পাদক ও আশার আলো বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অছিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক।

চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।

বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে নওগাঁয় বই উপহার পেল ৮ টি প্রতিষ্ঠান।

বই পেয়ে নওগাঁর প্রাচীন পাঠাগার প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের সভাপতি কাজী জিয়াউর রহমান বলেন, ‘বিকাশ ও প্রথম আলো ট্রাস্ট সারা দেশে সুবিধাবঞ্চিত প্রতিষ্ঠানগুলোকে বই দিচ্ছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটি নিশ্চয়ই পাঠক সৃষ্টির মাধ্যমে আলোকিত সমাজ গড়া। বই বিতরণের মাধ্যমে বিকাশ ও প্রথম আলো ট্রাস্ট আলোকিত সমাজ গঠনে অন্যতম বড় পদক্ষেপ নিয়েছে। এখন আমাদের কাজ হবে পাঠক সৃষ্টি করা। পাঠক সৃষ্টি করার জন্য সমাজের অগ্রসর সচেতন মানুষদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’