রাজশাহীতে পদ্মায় ডুবে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় দম্পতি ডুবে যাওয়ার ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সালাহউদ্দিন কাদের ওরফে রূপমের (৩৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মহল্লার বিপরীতে বালুগ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী সদর স্টেশনের সাব অফিসার নমির উদ্দিন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার পদ্মা নদীতে পিকনিকে গিয়ে স্ত্রী মানজুরি তানভীর ওরফে নিশি (৩২) ও স্বামী সালাহউদ্দিন কাদের ডুবে যান। মানজুরিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে মানজুরির মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর থেকে সালাহউদ্দিন নিখোঁজ ছিলেন। সালাহউদ্দিন উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
ক্রিকেটার সানজামুল ইসলামের ভাই শামীম বলেন, গতকাল তাঁরা দুটি বড় নৌকা নিয়ে পারিবারিক পিকনিকে গিয়েছিলেন। দুপুরে নদীর চরে বাবুর্চিরা রান্না করছিলেন। তখন তাঁরা সবাই নদীতে নেমে গোসল করছিলেন। এ সময় তিনি ভগ্নিপতি সালাহউদ্দিনের ডাক শুনতে পান। ‘ভাই বাঁচান, নিশি ডুবে গেছে, আমিও ডুবে যাচ্ছি।’ শামীম বলেন, তিনি এইটুকু শুধু শুনতে পেয়েছেন। তারপরই পানিতে ঝাঁপ দিয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নমির উদ্দিন বলেন, গতকাল দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়েছে। তবে গতকাল সালাউদ্দিনের লাশ পাওয়া যায়নি। আজ দ্বিতীয় দিনের অভিযানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে। দম্পতির ডুবে যাওয়ার স্থানটি পড়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমানায়। তাই সালাউদ্দিনের লাশ চাঁপাইনবাবগঞ্জ থানা–পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।