চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক নিহত

জসিম উদ্দিন চৌধুরীছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন চৌধুরী ওরফে নিলয় (৪০) উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহ গ্রামের প্রয়াত আবদুল খালেকের ছেলে। তিনি বেসরকারি এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

চৌদ্দগ্রামের স্থানীয় সাংবাদিক এমদাদ উল্যাহ ও মিজানুর রহমান বলেন, উপজেলার ফকিরবাজার এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে জসিমকে একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি বাড়িতে ফেরার পথে এ ঘটনার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। নিহত জসিমের ছোট দুটি সন্তান রয়েছে। তাঁর এমন মৃত্যুতে স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা দিশাহারা।

রাত ১১টার দিকে চৌদ্দগ্রামের মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অজ্ঞাত বাসের ধাক্কায় সাংবাদিক জসিম উদ্দিন আহত হন। লোকজন উদ্ধার করে হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।