কুড়িগ্রামে গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী আশিকুর হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশছবি: সংগৃহীত

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ছাত্রলীগের কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে রংপুর থেকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতেই তাঁকে কুড়িগ্রামে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে তাঁকে সোপর্দ করা হবে।

গত বছর ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে হামলায় আহত হন আশিকুর রহমান ও তাঁর ভাই আতিকুর রহমান। মাথায় আঘাত পেয়ে আশিকুর বাড়িতে যান। অবস্থার অবনতি হলে ১৮ আগস্ট তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকায় নেওয়া হয়। ১ সেপ্টেম্বর সেখানে তিনি মারা যান।

নিহত আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শিক্ষার্থী আশিক হত্যার ঘটনায় গত ১০ অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। এতে হত্যা, হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ১০৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০-৬০০ জনকে আসামি করা হয়। রুহুল আমিন কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনের খামার গ্রামের বাসিন্দা।

জেলা ডিবির ওসি মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানার একাধিক মামলা আছে। হত্যা, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা হয়েছে।