রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা গালিবকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রনেতাদের
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে সাত সংগঠন। গতকাল বুধবার রাতে সাত সংগঠনের নেতাদের এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
যৌথ বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান (মুন্না), ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মো. জান্নাতুল নাঈম, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা ও ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার।
বিবৃতিতে বলা হয়েছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আসাদুল্লা-হিল-গালিব বিভাগের শিক্ষার্থী নন। গালিব জাল সনদে জুলাই ২০২১ সেশনে সান্ধ্য মাস্টার্স কোর্সে ভর্তির আবেদন করেন এবং ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তা বাতিল করা হয়। এই সময়ের মধ্যে গালিব ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সংগঠনটির নেতৃত্ব দেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ড্রপআউট গালিবের দীর্ঘ ছয় বছর ছাত্রত্ব না থাকলেও তিনি অবলীলায় মাদার বখশ হলের ২১৫ নম্বর কক্ষ এবং বর্তমানে বঙ্গবন্ধু হলের ২২৮ নম্বর কক্ষ একাই দখল করে আছেন। তিনি হলে দখলদারত্ব, শিক্ষার্থীদের মারধর, ক্যাম্পাসে চাঁদাবাজিসহ নানা অপরাধে নেতৃত্ব দেন।
ছাত্রত্বের ব্যাপারে জানতে চাইলে মো. আসাদুল্লা-হিল-গালিব গতকাল গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই। কিছু জানা নেই। আমার কাছে বিভাগের প্রত্যয়নপত্র আছে।’