নির্বাচনী সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: র্যাবের মহাপরিচালক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতার অপচেষ্টা চালালে কঠোরভাবে দমন করা হবে।
আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক এসব কথা বলেন। ময়মনসিংহে র্যাব-১৪-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন র্যাবের মহাপরিচালক।
ময়মনসিংহ নগরের আকুয়া বাইপাস এলাকায় অবস্থিত র্যার–১৪–এর সদরদপ্তরে র্যার–১৪–এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে র্যার–১৪–এর অধিনায়ক মহিবুল ইসলাম খানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম খুরশীদ হোসেন বলেন, সংবিধান রক্ষায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব কাজ করবে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাদা পোশাকে র্যাব গোয়েন্দা তথ্যও সংগ্রহ করবে। আজ ভোরে ঢাকায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কেউ পার পাবেন না। এর আগে গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। আরও যাঁরা জড়িত, তাঁদেরও আইনের আওতায় আনা হবে।
র্যাবের মহাপরিচালক আরও বলেন, র্যাব শুরু থেকেই মানবিক কাজের সঙ্গে যুক্ত। এরই ধারাবাহিকতায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সারা দেশেই র্যাব এ ধরনের মানবিক কাজ করে যাচ্ছে।