রেলসেতুতে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু, নদীতে লাফ দেওয়া বৃদ্ধও বাঁচতে পারেননি

রেলসেতু
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রেলসেতু দিয়ে চলাচলের সময় ট্রেনের ধাক্কায় এক তরুণ ও সেতু থেকে লাফ দিয়ে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথের আখাউড়া উপজেলা খড়মপুর ২ নম্বর রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন শুক্কুর আলী (৫০) ও মোতালেব মিয়া (২০)। শুক্কুর নরসিংদীর মাধবদী উপজেলার দুয়ানী গ্রামের গাজী মিয়ার ছেলে। মোতালেব নরসিংদীর পলাশ উপজেলার মোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়ার খড়মপুরের শাহ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ ওরফে শাহপীর কল্লা শহীদ (র.) মাজার শরিফে বৃহস্পতিবার থেকে সাত দিনব্যাপী বার্ষিক ওরস শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা মাজারে জড়ো হতে শুরু করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাজারো লোক সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রেলপথের খড়মপুর ২ নম্বর রেলসেতু দিয়ে মাজারে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনকে আসতে দেখে পুলিশ বাঁশি দেয়। তখন সবাই খড়মপুর ২ নম্বর রেলসেতু থেকে সরে দাঁড়ান। কিন্তু ঝুঁকি নিয়ে সেতু দিয়ে মাজারের দিকে রওনা হন শুক্কুর ও মোতালেব। ট্রেন আসতে দেখে একপর্যায়ে সেতু থেকে লাফ দিয়ে নিচে পানিতে পড়ে বৃদ্ধ শুক্কুরের মৃত্যু হয়। সেতুর ওপরে থাকা মোতালেব ট্রেনের ধাক্কায় পানিতে ছিটকে পড়ে মারা যান। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ১০টার দিকে তাঁদের লাশ উদ্ধার করেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, খড়মপুর মাজারের বার্ষিক ওরস শুরু হওয়ায় হাজার হাজার মানুষ আসতে শুরু করেছেন। খড়মপুর ২ নম্বর রেলসেতু দিয়ে ওই বৃদ্ধ ও তরুণ মাজারের দিকে যাচ্ছিলেন। ট্রেন আসার সময় হলে পুলিশ বাঁশি বাজালে সবাই সেতু থেকে সরে দাঁড়ান। ঝুঁকি নিয়ে পার হওয়ার সময় রেলসেতু থেকে লাফ দিয়ে পানিতে পড়ে বৃদ্ধ ও ট্রেনের ধাক্কায় ওই তরুণ মারা যান।

এদিকে আজ শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে খড়মপুর পশ্চিম রেলসেতুর নিচে নদীতে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে আখাউড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সেতু থেকে লাফ দিয়ে পড়ায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।