রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উপাচার্য নিয়োগের দাবিতে সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র বনরূপা পেট্রলপাম্প এলাকায় এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচির কারণে শহরজুড়ে ভোগান্তির সৃষ্টি হয়।
বেলা সোয়া ১১টার দিকে শহরের বনরূপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান করেন। এরপর সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাঙামাটি শহরে স্থবিরতা দেখা দেয়। শিক্ষার্থী, অভিভাবকসহ পথচারীরা হেঁটে গন্তব্যে যান। পরে দুপুর ১২টার দিকে রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আশরাফুল ইসলাম আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁরা যেন সড়কের এক পাশে কিছু যান চলাচলের ব্যবস্থা করে দেন, কিন্তু শিক্ষার্থীরা তাঁর অনুরোধ রাখেননি।
দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে বেলা সোয়া একটার দিকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়ার আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা। এতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন বলেন, ‘আমি শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত উপাচার্য নিয়োগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পরে শিক্ষার্থীদের সেই আশ্বাসের কথা বলার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন।’
উল্লেখ্য, ছাত্র আন্দোলনের পর গত বছরের ১৯ আগস্ট রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) সেলিনা আখতার পদত্যাগ করেন। একই সঙ্গে সহ–উপাচার্য কাঞ্চন চাকমাও পদত্যাগ করেন। এর পর থেকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি পদ খালি রয়েছে। দীর্ঘ পাঁচ মাস ধরে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। উপাচার্য ও সহ–উপাচার্য না থাকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে।