ঠাকুরগাঁওয়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনসহ আওয়ামী লীগ নেতাদের নামে হত্যা মামলা

সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন
ফাইল ছবি

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেনের নামে আরও একটি হত্যা মামলা হয়েছে। ফজলে আলম নামের এক ব্যক্তি বাদী হয়ে আজ সোমবার ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেছেন। ফজলে আলম গত ৫ আগস্ট বিকেলে ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর মো. একরামুদ্দৌলার বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত শিক্ষার্থী আবু রায়হানের বাবা।

মামলায় রমেশ চন্দ্র সেনসহ ৯১ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, জেলা যুবলীগের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক সমীর দত্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

মামলার আরজিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই আন্দোলনের নেতৃত্বে থাকা আবু রায়হান, রাকিবুল হাসান, আল মামুন ও শাওন পারভেজকে আন্দোলন থেকে বিরত থাকতে হুমকি দেন। কিন্তু ওই শিক্ষার্থীরা হুমকি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের হত্যার পরিকল্পনা করেন। ৫ আগস্ট বিকেল পাঁচটার দিকে ওই চারজনসহ ছাত্র-জনতা শহরের রোড এলাকার বালিয়াডাঙ্গী মোড়ে জমায়েত হয়। সে সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর একরামুদৌল্লার বাড়িতে এই চারজনকে ডেকে নিয়ে আন্দোলন থেকে বিরত থাকতে টাকার প্রলোভন দেখান। এই প্রস্তাবে রাজি না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই চার নেতাকে আটকে রেখে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্যাস সিলিন্ডারের মুখ খুলে তাতে আগুন জ্বালিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। এতে আবু রায়হান, রাকিবুল হাসান, আল মামুন ও শাওন পারভেজ মারাত্মক দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আবু রায়হানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসকেরা তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পাঠিয়ে দেন। ১০ আগস্ট আবু রায়হান সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।

মামলার বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইন্তাজুল হক বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে ঠাকুরগাঁও থানাকে এফআইআর হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে একরামুদৌল্লার বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত আরেক শিক্ষার্থী রাকিবুল হাসানের বাবা জাকির হোসেন ২১ আগস্ট আরেকটি হত্যা মামলা করেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী পাইকপাড়া গ্রামের বাসিন্দা। এই মামলায় রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক সমীর দত্তসহ ৭৭ জনের নাম উল্লেখ এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।