নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ট্রাক ঢুকে গেল দুই দোকানে, এরপর যা হলো
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি দোকানে ঢুকে পড়েছে। এতে দোকান দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন দোকানিরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ভাঙ্গা বাজারের প্রধান সড়কের পান বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙ্গা বাজার প্রধান সড়কের পাশেই ‘শ্রী দুর্গা ভান্ডার’ নামে একটি মুদি ও ‘সুফিয়ান শু স্টোর’ নামের একটি জুতার দোকান অবস্থিত। আজ সকালে নিয়ন্ত্রণ হারিয়ে মালভর্তি একটি ট্রাক এই দুই দোকানে ঢুকে পড়ে।
শ্রী দুর্গা ভান্ডারের স্বত্বাধিকারী বিপ্লব সাহা (৪৫) জানান, এ দুর্ঘটনায় দোকানটির সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত আড়াই লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। দুর্ঘটনার সময় দোকানের ক্যাশে বসে ছিলেন তাঁর ভাই সুভাষ সাহা (৩৬)। সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন তিনি।
অন্যদিকে সুফিয়ান শু স্টোরের মালিক মিজানুর রহমান জানান, তাঁর দোকানের ডেকোরেশনের আসবাব ও ফ্যান নষ্ট হয়েছে। জুতা, স্যান্ডেলসহ কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।
ভাঙ্গা বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, দুর্ঘটনার সময় ট্রাকটি চালকের সহকারী চালাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনার পর চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে জানান ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, ট্রাকটি থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।