শ্যামনগরে সমাজসেবা কর্মকর্তার যোগদানের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানের যোগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা আজ বুধবার বেলা ১১টায় সমাজসেবা কার্যালয়ের সামনে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের বাধায় কার্যালয়ে আসেননি সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কাগজপত্র জমা দিয়ে যোগদান করেন। শিক্ষার্থীদের অভিযোগ, সহিদুল এর আগে শ্যামনগরে কর্মরত থাকাকালে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করেছিলেন এবং আর্থিক অনিয়ম করেছেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, সমাজসেবা কর্মকর্তা হিসেবে সহিদুর রহমানকে শ্যামনগরে বসার সুযোগ দেওয়া হবে না। এর আগে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম দফায় দায়িত্ব পালনকালে তিনি ব্যাপক আর্থিক অনিয়ম–দুর্নীতিসহ আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন। এ ছাড়া সহিদুরের বিরুদ্ধে বেসরকারি একটি সংস্থার নামে দেওয়া স্থানীয় লোকজনের টাকা আত্মসাতের অভিযোগ আছে। সাতক্ষীরা সদরের আওয়ামী লীগের এক সংসদ সদস্যের নিকটাত্মীয় পরিচয়ে গত ১০ বছরে সহিদুর রহমান সমাজসেবা কার্যালয়কে নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন।
জানতে চাইলে ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। তাঁকে শ্যামনগরে যোগদান করতে দেওয়া হবে না।
জানতে চাইলে শেখ সহিদুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি শ্যামনগরে যোগদান করবেন না। যেহেতু ঢাকা থেকে অর্ডার হয়েছে, তাই কাগজের প্রক্রিয়ার সম্পন্ন করতে তিনি শ্যামনগরে আসতে বাধ্য। তিনি বলেন, যোগদানের পর তিনি দূরে কোথাও যাওয়ার আবেদন করবেন। ছাত্র প্রতিনিধিদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের বিষয়ে বলেন, ‘আমি অফিসে যাইনি, তাই কী হয়েছে বলতে পারি না। আমি এখন ইউএনও স্যারের সঙ্গে আছি।’
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি মুহাইমিনুল ইসলাম, মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, এম আবদুল্লাহ, ওমর ফারুক, জাকারিয়া, সাগর, ইমন, নুরুল হুদা প্রমুখ।