বগুড়ায় থানায় হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় রেজ্জাকুল হায়দার টাওয়ারে আজ সোমবার বিকেলে হামলার ঘটনা ঘটেছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বগুড়া সদর থানায় হামলা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে বগুড়া সদর ফাঁড়িতে। লুটপাট করা হয়েছে পুলিশ প্লাজার বিভিন্ন দোকানপাট। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে জেলা আওয়ামীগ কার্যালয় ও দলটির নেতাদের বাড়িতে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, বিকেল সোয়া চারটার দিকে বিক্ষুব্ধ জনতার একটি বিজয় মিছিল থেকে থানা লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এরপর দফায় দফায় থানায় হামলার চেষ্টা করা হয়।

এদিকে বিকেল সাড়ে চারটার দিকে শহরের নওয়াববাড়ি সড়কে বগুড়া সদর ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় একই সময় বিক্ষুব্ধ জনতা শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ প্লাজায় হামলা ও ভাঙচুর করেন। এ সময় বেশ কিছু দোকানপাট থেকে মালপত্র লুট করা হয়।

এদিকে বিকেল সোয়া চারটার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকি সড়ক অতিক্রম করার সময় একটি মিছিল থেকে রেজ্জাক-উল-হায়দার বাণিজ্যিক টাওয়ারের নিচতলায় জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশীষ পোদ্দারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়।

এ ছাড়া ভবনের দোতলায় হোটেল লাভিস্তাতেও ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করা হয়।
বিক্ষুব্ধ জনতা জলেশ্বরীতলা এলাকায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসানের (ববি) বাসায় হামলা-ভাঙচুর করেন। এ সময় বাসার নিচে থাকা জিপ গাড়িতে আগুন দেওয়া হয়। বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে হামলা-ভাঙচুর হয়েছে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ানের (সফিক) বাসায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের সাত মাথা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর আগে দুপুরে বিক্ষুব্ধ জনতা সদর উপজেলা পরিষদে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।

শুভাশীষ পোদ্দার প্রথম আলোকে বলেন, ‘দুপুরে সদর উপজেলা পরিষদের বেশ কয়েকটি সরকারি দপ্তর ভাঙচুর ও লুটপাট ছাড়াও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। বিকেলে শহরের জলেশ্বরীতলায় আমার বাণিজ্যিক প্রতিষ্ঠানেও হামলা হয়েছে।’