দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে: বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ

ময়মনসিংহের ধোবাউড়ায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শনিবার বিকেলে উপজেলার হাজংপাড়া বাজারে
ছবি: প্রথম আলো

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষে দেশে স্থিতিশীলতা, শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। নির্বাচনকে প্রলম্বিত করার মাধ্যমে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হাজংপাড়া বাজারে দোয়া ও ইফতার মাহফিল–পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ এমরান সালেহ। ধোবাউড়া সদর ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এই ইফতার মাহফিল আয়োজন করে।

সৈয়দ এমরান সালেহ বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে প্রহসনে পরিণত করে জনগণের সঙ্গে প্রতারণা করেছিল এবং অনির্বাচিত শাসনের মধ্য দিয়ে দেশকে গভীর সংকটে নিপতিত করেছিল। বর্তমান পটভূমিতে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠাই হবে সবচেয়ে বড় সংস্কার। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকারের মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনের লক্ষ্যে বৃহত্তর সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে।

সৈয়দ এমরান আরও বলেন, ‘বিএনপি জনগণের দল। বিএনপির বিরুদ্ধে বিশেষ মহল অপপ্রচার করে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বর্তমানেও শত ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যবে না। বিএনপি এ দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছে। ইনশা আল্লাহ আগামী দিনে জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।’

ইফতার–পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন ধোবাউড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল গণি। বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আযহারুল ইসলাম, সদস্যসচিব আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান, আবদুল কুদ্দুস প্রমুখ।