‘চাদরটা গায়ত দিয়ে এবার অ্যানা উশম পামু’
‘এই শীতের মধ্যে কেউ হামাগের সাহায্যে এগিয়ে আসেনি। কনকনা ঠান্ডাত খুব কষ্টে আছিনু। চাদরটা গায়ত দিয়ে এবার অ্যানা উশম (গরম) পামু।’ নওগাঁর বদলগাছি উপজেলার বিলাশবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে শীতবস্ত্র নিতে এসে এ মন্তব্য করেন রহিমা বিবি (৭৫)। তাঁর বাড়ি উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের গলপাড়া গ্রামে।
উপজেলার বিলাশবাড়ী ও কোলা ইউনিয়নে আজ শুক্রবার সকালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও আইডিএলসি ফাইন্যান্সের সহায়তায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিলাশবাড়ী ও কোলা ইউনিয়নের ২০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র পৌঁছে দেন নওগাঁ বন্ধুসভার সদস্যরা।
এর আগে বন্ধুসভার সদস্যরা বিলাশবাড়ী ইউনিয়নের গলপাড়া, হাজিপাড়া, শর্মাপুর ও জোয়ার্দ্দাপুর এবং কোলা ইউনিয়নের কোলা ও বিজিপাড়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে অসহায় শীতার্ত মানুষের তালিকা তৈরি করেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিলাশবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে গলপাড়া, হাজিপাড়া, শর্মাপুর ও জোয়ার্দ্দাপুর গ্রামের তালিকাভুক্ত মানুষ আসতে শুরু করেন। বেলা ১১টার দিকে ওই মাঠে ১০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। এ সময় নওগাঁ তেতুলিয়া বি এম সি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বিলাশবাড়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান, নওগাঁ বন্ধুসভার সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আনছারী, বন্ধুসভার সদস্য আবদুস সালাম, রাবেয়া আফরোজ, সুষ্মিতা সাহা, লোটাস, মুনিরা, ওছিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে কোলা ইউনিয়নের বিজিপাড়া, সোনাপাড়া, হলুদবিহার ও কোলা গ্রামের তালিকাভুক্ত ১০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় কোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম, সমাজকর্মী খলিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল হাতে পেয়ে সোনাপাড়া গ্রামের জমিলা বেওয়া (৭০) বলেন, ‘হামরা শীতে কাবু হই, বৃষ্টিত ভিজি, ঝড়ে ঘর ভাঙে। কেউ হামাগের দিকে একটু ফিরাও তাকায় না। অ্যাজকা তোমরা হামাগের এই চাদর দিয়ে খুব উপকার করলে।’
খয়বর আলীর বয়স ৮০ বছর। ঠিকমতো চলতে পারেন না। চোখেও কম দেখেন। হলুদবিহার গ্রাম থেকে বিজিপাড়ায় শীতবস্ত্র নিতে এসে তিনি বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা দলের কথা হামরা কোনো দিন শুনিনি। তারা হামাগের কাছত কোনো দিন ভোটও চায়নি। অথচ এরা ম্যালা দূর থ্যাকে অ্যাসে কম্বল দিল। এত দিন ছিঁড়া ক্যাথা আর ছিঁড়া চাদর গাওত দিয়ে জারত খুব কষ্ট পাছিলাম। এখন এটা গাওত দিয়ে অ্যানা উশম পামু।’
শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।