ভারতীয় খাসিয়াদের হামলায় নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

শাহেদ মিয়াছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তের ওপারে ভারতে খাসিয়াদের হামলায় নিহত বাংলাদেশি যুবক শাহেদ মিয়ার (২৫) লাশ হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল শনিবার রাতে বিজিবি সদস্য ও পুলিশের কাছে এ মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে যৌথ পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা গুলিবিদ্ধ শাহেদের লাশ বিজিবিকে দেওয়া হয়েছে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জকিগঞ্জ বিজিবি-১৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার গোলাম কবির এবং কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম। অন্যদিকে ভারতের পক্ষে বিএসএফ ও সেখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি আবু সায়েম প্রথম আলোকে বলেন, শাহেদের গুলিবিদ্ধ লাশ বিএসএফ হস্তান্তর করেছে। বর্তমানে তাঁর লাশ কানাইঘাট থানার হেফাজতে আছে। আজ রোববার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে শাহেদ কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। একপর্যায়ে খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব হয় এবং তাঁদের হামলায় তিনি নিহত হন। পরে তাঁর লাশ বিএসএফ নিয়ে গেলে সেখানকার পুলিশ ময়নাতদন্ত করে।

নাম প্রকাশ না করার শর্তে কানাইঘাটের এক ব্যক্তি জানান, ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ্যসামগ্রী বহনের জন্য সীমান্ত এলাকার অনেকে মাঝেমধ্যে অনুপ্রবেশ করে থাকেন। ধারণা করা হচ্ছে, শাহেদও একই কাজে সীমান্ত পাড়ি দেন।