বগুড়ায় মহাসড়কের পাশে আলুর হাট, যানজটে চরম ভোগান্তি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে আঞ্চলিক মহাসড়কের দুপাশে বসছে আলুর হাট। এতে সপ্তাহে তিন দিন বগুড়া-জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। চরম দুর্ভোগ পোহাতে হয় যানবাহনের চালক ও যাত্রীদের।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কিচকে শিবগঞ্জ উপজেলার কিচকে অনেক ব্যাপারী ও পাইকার কেনা আলু সড়কের ওপর স্তূপ করেন। কেউ কেউ সড়কের মধ্যেই যানবাহনে আলু ওঠানো–নামানোর কাজ করেন। এতে এ আঞ্চলিক মহাসড়ক হয়ে চলাচলকারী বগুড়া-জয়পুরহাট, বগুড়া-ধামইরহাট, বগুড়া-হিলি-দিনাজপুর রুটের বাসসহ বিভিন্ন যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়।
বগুড়া বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান তালুকদার বলেন, বগুড়া-জয়পুরহাট রুটে প্রতিদিন গড়ে শতাধিক বাস, মিনিবাস ও দূরপাল্লার কোচ চলাচল করে। কিচকে মহাসড়কের পাশে হাট বসার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। বগুড়া থেকে ছেড়ে যাওয়া মিনিবাস জয়পুরহাট পৌঁছাতে গড়ে সর্বোচ্চ ১ ঘণ্টা ২০ মিনিট সময় লাগার কথা। কিন্তু যানজটের কারণে সকাল ছয়টায় ছেড়ে যাওয়া বাস দুপুরেও গন্তব্যে পৌঁছাতে পারে না। প্রতিবছর আলুর মৌসুমে কিচক হাটে যান চলাচল নিয়ে এ নজিরবিহীন দুর্ভোগ পোহাতে হলেও এদিকে কারও কোনো নজর নেই।
আজ রোববার সকাল ১০টার দিকে কিচক হাটে গিয়ে দেখা যায়, হাটের যানজট হরিপুর থেকে সাধুরিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শত শত বাস, ট্রাক, ভটভটি, সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে আটকা পড়ে আছে। সিএনজিচালিত অটোরিকশার চালক মোশারফ হোসেন বলেন, পাঁচজন যাত্রী নিয়ে সকাল সাতটা থেকে যানজটে আটকা। তিনি কালাই থেকে মোকামতলা যাচ্ছেন। বেলা দুইটা পর্যন্ত কিচক হাট অতিক্রম করতে পারেননি তিনি।
কিচকে আলুর হাটের যানজটে আটকা পড়া জয়পুরহাটের স্বেচ্ছাসেবী সংস্থা এসো-র নির্বাহী পরিচালক মতিনুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি আলুর হাটের যানজটে আটকা পড়ে আছেন। তিনি বলেন, সড়কের ওপর হাট বসিয়ে এভাবে সাধারণ মানুষকে দুর্ভোগে ঠেলে দেওয়া চরম দায়িত্বজ্ঞানহীন কাজ।
কিচক বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, কিচক হাট ইজারা দিয়ে সরকার গড়ে ২০ লাখ টাকা বছরে আয় করে। যখন যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারি দলের লোকজন হাট ইজারা পান। আর দলীয় নেতারা ইজারা পাওয়ার পর প্রভাব বিস্তার করে সড়কের ওপর হাট বসিয়ে মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দেন।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, ‘যত দূর জেনেছি, কিচকে একটি হিমাগারে আলু আনলোডের কারণে যানজট হচ্ছে। তবে হিমাগার কিংবা হাট বসাসহ যে কারণেই হোক, যানজট ও মানুষের দুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’