বিএনপি নেতা-কর্মীদের বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ঢাকার সাভারে আওয়ামী লীগের জনসভায় বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘পলাতক আসামির কথায় দেশ পাল্টায় না। অনেক হয়েছে আপনাদের আন্দোলন, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নেন। শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে সহায়তা করুন। দেশের মানুষের পাশে দাঁড়ান।’
‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে জনসভা করছে আওয়ামী লীগ। সাভার ও ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগ এই জনসভার আয়োজক। আজ শনিবার বেলা দুইটায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। জনসভা উপলক্ষে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতা-কর্মীরা।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে মাহবুব উল আলম বলেন, ‘বিএনপি দুয়েকটা জনসভা করে মনে করেছে, দেশ পালটায় ফেলবে। বিএনপি নেতাদের এখন এই অবস্থা যে, তাঁরা বলতে শুরু করেছিল, ১০ তারিখের পর শেখ হাসিনা থাকবে না। আমি বলতে চাই, জোশে হুঁশ হারাবেন না। শেষে হাত-পা ধরে না মাফ চাইতে হয়।’ স্পিকারের কাছে পদত্যাগপত্র না দিয়ে জনসভায় বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা ‘স্ট্যান্ডবাজি’ বলে উল্লেখ করেন সংসদ সদস্য মাহবুব উল আলম।
আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম জনসভায় বলেন, ‘আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, আমরা রাজপথে আছি, আমরা ক্ষমতা পরিচালনায়ও আছি। আমরা ভবিষ্যতেও থাকবো।’
নাসিম আরও বলেন, ‘বিভাগীয় সমাবেশের নামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ত্রাসী, জঙ্গিদের একত্র করে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ভয় দেখাতে চেয়েছে, তারা এখন কোথায়? তোমরা যারা বলেছ, আমাদের খুঁজে পাওয়া যাবে না। তোমরা এখন কোথায়? বিদেশিদের কাছে নালিশের রাজনীতি, বিদেশিদের অনুগ্রহের আশায় যারা বসে থাকো, যে বিদেশিরা তোমাদের ক্ষমতায় বসিয়ে দেবে, তারা এসে দেখো আমরা ঐক্যবদ্ধ হয়েছি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসদের বুলি ফাঁকা বুলিতে পরিণত হচ্ছে বলে জনসভায় মন্তব্য করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, ‘বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একভাগ শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষে অবস্থান করছে। আরেক ভাগ আছে বিএনপির নেতৃত্বে আল বদর, আল শামস আর রাজাকারদের সমন্বয়ে।’
মির্জা আজম আরও বলেন, ‘আজকে বাংলাদেশে কোন শণের ঘর নেই। শেখ হাসিনা এই বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ইউরোপ-আমেরিকায় উন্নীত করতে চান। কিন্তু বিএনপি তা করতে চায় না। শ্রীলঙ্কার অর্থনৈতিক ধস দেখে তারা বাংলাদেশকে শ্রীলঙ্কা ঘোষণা করেছিলো। তাদের এই মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া হবে না।’
জনসভায় সভাপতিত্ব করছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।